গোয়া বিমানবন্দরের রানওয়েতে অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে। ছবি- টুইটারের সৌজন্যে।
আকাশে উড়তে গিয়ে একটি যুদ্ধবিমান থেকে খসে পড়ল তার জ্বালানি ট্যাঙ্ক। গোয়া বিমানবন্দরে রানওয়েতে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। যার জেরে কয়েক ঘণ্টার জন্য গোয়া বিমানবন্দরে বন্ধ হয়ে যায় সব বিমানের ওঠা-নামা। শনিবার দুপুরের ঘটনা। ভারতীয় নৌবাহিনীর সূত্রে এই খবর জানানো হয়েছে। পরে অবশ্য বিমান ওঠা-নামা শুরু হয়েছে।
নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে এ দিন দুপুর ২টো নাগাদ। বিমানবন্দরের রানওয়ে থেকে ওড়ানো হয়েছিল একটি ‘মিগ-২৯কে’ যুদ্ধবিমান। আকাশে ওড়ার সময় তার জ্বালানি ট্যাঙ্কটি হঠাৎ খসে পড়ে বিমানটি থেকে।
জ্বালানি ট্যাঙ্কটি রানওয়েতে আছড়ে পড়ার পর আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের একাংশে। তবে যুদ্ধবিমানটির কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন- আলিগড়ে শিশু খুনের অভিযুক্ত জেল খেটেছিল নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে!
আরও পড়ুন- তাঁকে দলের সভাপতি করা হোক, রাহুলকে চিঠি লিখে প্রস্তাব প্রাক্তন অলিম্পিয়ানের