National News

‘বাধা না দিয়ে ধর্ষকদের হাতে কনডোম তুলে দিন’, পরামর্শ শ্রাবণের

তেলঙ্গানায় ধর্ষিতাকে পুড়িয়ে মারার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন শ্রাবণ। তারই একটিতে লিখেছেন, ‘‘ধর্ষণ এমন কিছু গুরুতর ব্যাপার নয়। কিন্তু খুন অমার্জনীয় অপরাধ। ধর্ষিতা খুন হচ্ছেন আইন কঠোর হওয়ায়। তা না হলে ধর্ষণের পর মহিলাদের ছেড়েই দিত ধর্ষকরা।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৯ ১৮:২৫
Share:

চলচ্চিত্র পরিচালক ড্যানিয়েল শ্রাবণ।

বাধা না দিয়ে যিনি ধর্ষণ করতে চাইছেন, তাঁর হাতে মহিলাদের কনডোম তুলে দেওয়ার পরামর্শ দিলেন চলচ্চিত্র পরিচালক ড্যানিয়েল শ্রাবণ। বললেন ধর্ষকের সঙ্গে মহিলাদের সহযোগিতা করতে। ধর্ষকদের কোনও বাধা না দিয়ে যৌন ইচ্ছা মেটাতে দিতে বলেছেন তিনি। শ্রাবণের মতে, এর ফলে ধর্ষিতা শারীরিক ভাবে নিরাপদে থাকবেন। খুনের চেয়ে ভাল ধর্ষণ। খুন অপরাধ। কিন্তু ধর্ষণ একটা ভুল, যা শুধরে নেওয়া যায়।

Advertisement

তেলঙ্গানায় ধর্ষিতাকে পুড়িয়ে মারার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন শ্রাবণ। তারই একটিতে লিখেছেন, ‘‘ধর্ষণ এমন কিছু গুরুতর ব্যাপার নয়। কিন্তু খুন অমার্জনীয় অপরাধ। ধর্ষিতা খুন হচ্ছেন আইন কঠোর হওয়ায়। তা না হলে ধর্ষণের পর মহিলাদের ছেড়েই দিত ধর্ষকরা।’’

ধর্ষিতাদের খুন হওয়া থেকে বাঁচানোরও উপায় বাতলেছেন শ্রাবণ! সওয়াল করেছেন ‘হিংসাবিহীন ধর্ষণ’-এর পক্ষে। শ্রাবণের মতে, ‘‘ধর্ষকদের কোনও বাধা না দিয়ে যৌন ইচ্ছা মেটাতে দেওয়া উচিত। সেটাই ধর্ষিতাদের খুন হওয়ার হাত থেকে বাঁচানোর একমাত্র পথ।’’

Advertisement

আরও পড়ুন- মূক ও বধির মহিলাকে ট্রাকে তুলে ধর্ষণের চেষ্টা​

আরও পড়ুন- রাতের শহর আদৌ নিরাপদ কতখানি?​

ধর্ষণের ঘটনার বাড়বৃদ্ধির জন্য শ্রাবণ সমাজব্যবস্থা ও দেশের মহিলা সংগঠনগুলিকেও দায়ী করেছেন। তাঁর পোস্টে লিখেছেন, ‘‘ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়ে যাওয়ার জন্য দায়ী সমাজব্যবস্থা ও দেশের মহিলা সংগঠনগুলি।’’

গ্রাফিক: তিয়াসা দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement