ছবি: সংগৃহীত।
মুরগির মাংসের বদলে কি না ইঁদুরের মাংস! রেস্তরাঁয় খেতে গিয়ে খাবারের প্লেটে মাংস দেখে হতবাক হয়ে গিয়েছিলেন দুই ব্যক্তি। তাঁদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে ওই রেস্তরাঁর ঝাঁপ বন্ধ করে দেওয়া হল। ঘটনাটি মুম্বইয়ের বান্দ্রার একটি নামী রেস্তরাঁর ঘটনা। খাদ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) ওই রেস্তরাঁ বন্ধের নোটিস দিয়েছে। শুক্রবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
ঘটনার সূত্রপাত গত সোমবার। সে দিন বান্দ্রা থানায় ওই রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যাঙ্ক ম্যানেজার এবং তাঁর বন্ধু। তাঁদের অভিযোগ, মুরগির বদলে ইঁদুরের মাংস পরিবেশন করা হয়েছিল। তার পরই ওই রেস্তরাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
তদন্তে নেমে রেস্তরাঁর দুই রাঁধুনি এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য তাঁরা জামিনে মুক্তি পান। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে মহারাষ্ট্র সরকার। এফডিএ-কে অনুসন্ধান চালানোর নির্দেশ দেয় সরকার। তার পরই ওই রেস্তরাঁ বন্ধের নোটিস জারি করা হয়।