UPSC Exam

UPSC: সাইকেলে কাপড় বেচেন বাবা, আইআইটি-র পর ছেলের বাজিমাত ইউপিএসসি-তেও

আইআইটি দিল্লি থেকে পাশ করার পর তিন বারের চেষ্টায় দেশের ‘সবচেয়ে’ কঠিন পরীক্ষা ইউপিএসসি-তে সাফল্য পেয়েছেন অনিল বসাক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৭
Share:

আইআইটি পাশ ছেলের বাজিমাত ইউপিএসসি-তেও —ছবি সংগৃহীত।

নিজে খুব বেশি পড়াশোনা করেননি। সাইকেলে ঘুরে ঘুরে কাপড় বেচতেন। অভাবের সংসার। প্রবল অর্থকষ্টের মধ্যেও ছেলের লেখাপড়ায় যাতে বাধা না আসে, সারা জীবন সেই চেষ্টাই করে গিয়েছেন বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা বিনোদ বসাক। চলতি বছরে ইউপিএসসি-তে ৪৫তম স্থান দখল করে এ বার বাবা বিনোদের মুখ উজ্জ্বল করলেন ছেলে।
বসাক পরিবারের এখন খুশির হাওয়া। পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করতে দেখা গেল বিনোদকে। আইআইটি দিল্লি থেকে পাশ করার পর তিন বারের চেষ্টায় ইউপিএসসি-তে সাফল্য পেয়েছেন তাঁর ছেলে অনিল বসাক। উচ্চপদস্থ সরকারি আধিকারিক হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement

গর্বে বুক ফুলিয়ে বিনোদ বলছেন, ‘‘ছেলে আগে আইআইটি পাশ করেছিল। ভীষণ খুশি হয়েছিলাম আমরা। ভেবেছিলাম, ও হয়তো এ বার কাজে লেগে যাবে। কিন্তু ও ইউপিএসসি-র প্রস্তুতি নেওয়া শুরু করল। ওর শিক্ষকেরাও অনেক সাহায্য করেছেন। অনেকের থেকে আর্থিক সহায়তাও পেয়েছি।’’

বিনোদ বসাক ছবি সংগৃহীত

ছেলের সাফল্যকেই নিজের স্বপ্নপূরণ বলছেন বিনোদ। তাঁর কথায়, ‘‘সংসার টানতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। আমি পড়াশোনা শিখিনি। কিন্তু এটুকু বুঝতে পারছি, এটাই স্বপ্ন।’’

Advertisement

অনিলের কাকাও বলছেন, ‘‘ভীষণ ভাল লাগছে। গত বছর তালিকায় ৬১৬ নম্বরে ছিল ও। বলেছিল, আবার পরীক্ষা দেব। সেখান থেকে এ বার ৪৫ নম্বরে। ভাবা যায় না!’’

প্রসঙ্গত, এ বারের ইউপিএসসি-তে প্রথম স্থানাধিকারী শুভম কুমারও বিহারেরই বাসিন্দা। তিনিও আইআইটি বম্বে থেকে পাশ করা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement