Sukanta Majumdar

Security: সুকান্তকে জেড ক্যাটাগরির নিরাপত্তা, বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার পরেই ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, সুকান্তর নিরাপত্তায় বহাল থাকবেন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ-এর জওয়ানেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৯
Share:

—ফাইল চিত্র।

রাজ্য বিজেপি-র নয়া সভাপতি সুকান্ত মজুমদারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

Advertisement

মন্ত্রক সূত্রে খবর, সুকান্তের নিরাপত্তায় বহাল থাকবেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-র জওয়ানেরা।

সম্প্রতি রাজ্য বিজেপি-র সভাপতি পদে দিলীপ ঘোষের জায়গায় বালুরঘাটের সাংসদ সুকান্তকে নিয়ে এসেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত ২০ সেপ্টেম্বর বিবৃতি জারি করে সে কথা জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। দিলীপকে দেওয়া হয়েছিল বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির পদ। এর পরেই সুকান্তের নিরাপত্তা জোরালো করল কেন্দ্রের বিজেপি সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement