সাইকেলে বাবাকে নিয়ে বাড়ি ফিরছে জ্যোতি। গত বছর মার্চ মাসের ছবি। -ফাইল চিত্র।
গত বছর লকডাউনে অসুস্থ বাবাকে পিছনে বসিয়ে ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে দেশবাসীর নজরে এসেছিল ১৪ বছরের কিশোরী। কিন্তু শেষরক্ষা হল না। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তার বাবার।
ওই কিশোরীর নাম জ্যোতি কুমারী। তার বাবা গুরুগ্রামে রিকশা চালাতেন। কিন্তু দেশ জুড়ে লকডাউন শুরু হওয়ার পর তিনি আর বিহারের দ্বারভাঙায় নিজের বাড়ি ফিরতে পারেনি। গত বছর মার্চের শেষে ১৫ বছরের মেয়ে জ্যোতিই ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গুরুগ্রাম থেকে বাবাকে নিয়ে বিহারে ফেরে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে।
এর পর ওই কিশোরী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পায়। 'সুপার থার্টি'-র শিক্ষক আনন্দ কুমার তাকে বিনামূল্যে পড়ানোর প্রস্তাব দেন।বিহারের লোক জনশক্তি পার্টি তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার কথা জানায়। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির তরফে তাকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়।