Gurugram

গুরুগ্রামে জন্মদিনের পার্টিতে কলেজ পড়ুয়াদের মার, বাঁচাতে গিয়ে খুন হলেন খামারমালিক

গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই খুনের একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৮:১১
Share:

গুরুগ্রামে জন্মদিনের পার্টিতে ঝামেলা। ছবি: সংগৃহীত।

গাড়ি পার্ক করা নিয়ে হরিয়ানার গুরুগ্রামে জন্মদিনের এক পার্টিতে খুন হয়ে গেলেন এক খামারবাড়ির মালিক। গুরুগ্রামের বালিওয়াসে এক খামারবাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এক দল কলেজপড়ুয়া। সকলেই জন্মদিনের পার্টিতে মেতে ছিলেন।

Advertisement

সেই খামারবাড়ির সামনে গাড়ি রেখেছিলেন কলেজ পড়ুয়ারা। কেন ওখানে গাড়ি রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলে খামারবাড়ির ভিতরে দলবল নিয়ে ঢুকে পড়েন স্থানীয় এক যুবক। অভিযোগ, তার পরই পড়ুয়াদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তারা। দু’পক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। স্থানীয় যুবকদের হামলা এক কলেজপড়ুয়া এবং খামারবাড়ির এক কর্মী আহত হন।

এই পরিস্থিতি যখন চলছিল, তা সামলাতে এগিয়ে আসেন খামারবাড়ির মালিক প্রবীণ কুমার। তিনি হামলাকারীদের খামারবাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। কিন্তু তাঁরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তার পরই প্রবীণকে লাঠি এবং রড দিয়ে পেটাতে শুরু করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই খুনের একটি মামলা দায়ের করা হয়েছে। গুরুগ্রাম পুলিশের অপরাধদমন শাখা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement