Farmers Protest

‘টুইটার থেকে ট্র্যাক্টর’, লড়াই অনলাইনে

কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত এই কৃষকরা লড়াই শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ০২:৫১
Share:

ছবি: পিটিআই।

‘টুইটার থেকে ট্র্যাক্টর’!

Advertisement

প্রবল ঠান্ডায় দিল্লির সীমানায় রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছেন কৃষকেরা। চলছে বক্তৃতা, ধর্না, স্লোগান এবং সাংবাদিক সম্মেলন। কেন্দ্রের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভরত এই কৃষকরা লড়াই শুরু করেছেন সোশ্যাল মিডিয়াতেও।

বিক্ষোভরত এই কৃষকদের একটি বড় অংশই পঞ্জাবের। তাঁদের বক্তব্য, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির পক্ষ থেকে এই আন্দোলনকে ছোট করার জন্য সংখ্যালঘুদের আক্রমণের রাস্তা নেওয়া হয়েছে ফেসবুক-টুইটারে। তারই মোকাবিলা করতে একটি টুইটার হ্যান্ডল তৈরি করেছেন শিখ কৃষকেরা, যার নাম ‘টুইটার থেকে ট্র্যাক্টর’। শুধু ভারত নয়, বিভিন্ন রাষ্ট্রের শিখ সম্প্রদায়ভুক্ত মানুষ এই তাতে সংযুক্ত হয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্ট কৃষি সংগঠন।

Advertisement

কৃষক সংগঠন সূত্রের মতে, আন্দোলনরত কৃষকদের একটি অংশকে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছিন্নতাবাদী বলে দেগে দেওয়ার চেষ্টা করছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপি। আর এই অনলাইন আক্রমণের মুখে পড়ে লুধিয়ানার কৃষক ভাবজিৎ সিংহ শুরু করেন পাল্টা টুইটার প্রচার। দিল্লি-হরিয়ানা সীমানায় আন্দোলনস্থলে গিয়ে তিনি ছবি তোলা এবং সাক্ষাৎকার নেওয়ার কাজ
শুরু করেন।

ইতিমধ্যেই গোটা বিশ্বের প্রায় তিরিশ হাজার মানুষ ফলো করছেন এই টুইটার হ্যান্ডল। এর জনপ্রিয়তা ক্রমবর্ধমান বলেই দাবি করছেন তাঁরা। পাশাপাশি কিষান একতা ফ্রন্ট-এর পক্ষ থেকে ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট-এ সরকারের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে এই কৃষি আইন নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement