গুরলভ সিংহ। ছবি: সংগৃহীত।
ফের নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী এক কৃষকের অস্বাভাবিক মৃত্যু হল। রবিবার পঞ্জাবের ভাটিণ্ডা জেলায় ওই কৃষকের দেহ তাঁর নিজের বাড়িতে উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, দিল্লির কাছে ২৫ দিন চলা কৃষক আন্দোলনে শামিল ছিলেন তিনি। তবে ১৮ ডিসেম্বর, শুক্রবার আন্দোলনস্থল থেকে পঞ্জাবে নিজের বাড়ি ফিরে আসেন ওই কৃষক। অভিযোগ, আন্দোলনস্থল থেকে ফিরে আসার দু’দিন পরে আত্মহত্যা করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, মৃত কৃষক গুরলভ সিংহ (২২) ভাটিণ্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের বাসিন্দা ছিলেন। রবিবার ওই কৃষকের দেহ উদ্ধারের পর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা গুরলভকে মৃত বলে ঘোষণ করেন। এই ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ।
তদন্তকারীদের অনুমান, বিষাক্ত কোনও কিছু খেয়ে আত্মহত্যা করেছেন গুরলভ। প্রাথমিক তদন্তের পর তাঁরা জানতে পেরেছেন, পেশায় ছোট চাষি গুরলভ ৬ লক্ষ টাকার ঋণের দায়ে জর্জরিত ছিলেন। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন, না এর পিছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও তাঁর দেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: আজ ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’, কেন্দ্রের ‘রাজনৈতিক যোগ’ তত্ত্ব উড়িয়ে পাল্টা চিঠি কৃষক সংগঠনগুলোর
আরও পড়ুন: ‘ফ্যাক্ট চেক’ প্রকাশ করে টুইটারে অমিত শাহকে বিঁধলেন ডেরেক
এই প্রথম নয়, এর আগেও দিল্লির উপকণ্ঠে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পথদুর্ঘটনা বা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পাশাপাশি আন্দোলনস্থলে বসে থাকতে থাকতে অত্যন্ত ঠান্ডায় মারা গিয়েছেন এক কৃষক। তবে সরকারের কাছে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড়় থেকেছেন কৃষকেরা।