নেট জুড়ে মোদীর জাল ছবি! বিতর্কে বিজেপি

তাঁকে ঘিরে উৎসুক মুখে ঝুঁকে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট এরডোয়ান, সে দেশেরই বিদেশমন্ত্রী ক্যাভুসোগ্লুর মতো আন্তর্জাতিক নেতারা!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ০৩:২৬
Share:

এই ভুয়ো ছবি ঘিরেই বিতর্ক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যমণি হয়ে চেয়ারে বসে। তাঁকে ঘিরে উৎসুক মুখে ঝুঁকে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট এরডোয়ান, সে দেশেরই বিদেশমন্ত্রী ক্যাভুসোগ্লুর মতো আন্তর্জাতিক নেতারা!

Advertisement

‘জয় মোদীরাজ’ নামের একটি ফেসবুক পেজে এই ছবিটি পোস্ট হওয়ার পরে বিতর্কের মুখে মোদী সরকার। ছবিটির নীচে লেখা রয়েছে, ‘বন্ধুরা মন দিয়ে দেখুন। ভারতের ইতিহাসে এমন একটি ছবি দেখার জন্যই তো আপনাদের চোখ এত দিন অপেক্ষা করছিল।’ বিজেপির বকলমে চালানো ১৩ লাখ ‘ফলোয়ার’ সম্বলিত ফেসবুক পেজটিতে এই ছবিটির শেয়ারের সংখ্যা ষোলশো। ছবিটি ‘লাইক’ করেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে যে, ছবিটি ফটোশপ করা অর্থাৎ জাল! আলোকচিত্র সংস্থা ‘গেটি ইমেজেস’-এর চিত্রসাংবাদিক কাভান ওজের-এর তোলা এই ছবিটি গত বছর জি-২০ শীর্ষ সম্মেলনের সময় হামবুর্গ-এ তোলা। মূল ছবিটিতে বাকিরা সবাই গোল হয়ে আলোচনা করছেন ঠিকই, কিন্তু মাঝের চেয়ারটি শূন্য। তাৎপর্যপূর্ণ ভাবে এটি বছরখানেক আগেই একবার শেয়ার করেছিলেন বিজেপি সমর্থকদের একাংশ। সেখানে লেখা হয়েছিল, ‘‘মোদীজির জন্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান বেড়েছে। তাঁকে ধন্যবাদ।’’ ঘটনা হল, ওই একই ছবি এর আগে আরও দু’বার জাল হয়েছে। মাঝের চেয়ারটিতে একবার বসানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে, এক বার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-কে। কিন্তু সেগুলি কোনও ভারতীয় ফেসবুক পেজে নয়।

Advertisement

গোটা বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই সরব বিরোধী শিবির। মোদীর বিদেশযাত্রার বহর এবং তার বিশাল খরচের হিসেব এমনিতেই এই মুহূর্তে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। কংগ্রেস নেতাদের বক্তব্য, মিথ্যা ছবির প্রচার করে সমীহ আদায় করতে চাইছেন মোদী। অসংখ্য বার বিদেশযাত্রাকে মহিমান্বিত করতে চাইছেন এমন সময়ে, যখন দৃশ্যতই তাঁর বিদেশনীতি ভেঙে পড়ছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের মতে, চিন থেকে আমেরিকা— সর্বত্র মাথা ঝোঁকাতে হচ্ছে মোদী সরকারকে। উনিশের ভোটে বিষয়টি যে বিড়ম্বনার কারণ হবে, সেটা টের পেতে শুরু করেছে বিজেপি। তাই এখন থেকেই জাল খবর-ছবি প্রচারের কৌশল নিচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement