সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ, দাবি করা হচ্ছে দেহগুলি করোনা আক্রান্তদের
কী ছড়িয়েছে?
একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। ভিডিয়োর সঙ্গে রয়েছে একটি মেসেজ, ‘‘কিছু কিছু দেশ কোভিড-১৯ আক্রান্তদের মৃতদেহ সমুদ্রে ফেলে দিচ্ছে। তাই সামুদ্রিক খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পৃথিবী শেষের দিকে এগোচ্ছে। হে ঈশ্বর, অনুগ্র্হ করে হস্তক্ষেপ করুন।’’
কোথায় ছড়িয়েছে?
ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে এই ভিডিয়ো Fig – Facebook Search, Twitter Search
ফেসবুক এবং টুইটারে একাধিক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো
এই তথ্য কি সঠিক?
ভিডিয়োটি ভুয়ো নয়।তবে এটি সাম্প্রতিক কালের নয় এবং করোনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।
সত্যি কী এবং আনন্দবাজার কী ভাবে তা যাচাই করল?
ভাইরাল হওয়া এই ভিডিয়ো ২০১৪ সালের। সে বছরের অগস্টে লিবিয়া উপকূলের কাছে প্রায় ২৫০ যাত্রী নিয়ে একটি জাহাজডুবি হয়। আফ্রিকা থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ওই যাত্রীরা। লিবিয়ার নৌবাহিনী কিছু মানুষকে উদ্ধার করলেও তাদের অধিকাংশেরই মৃত্যু হয়। কিছু দেহ ভেসে পাড়ে চলে আসে। এই ভিডিয়ো সেই ঘটনারই দলিল। আমরা ভাইরাল হওয়া ভিডিয়ো স্ক্রিনশট নিয়ে গুগ্লি–এ রিভার্স ইমেজ সার্চ করে আসল ঘটনাটির খোঁজ পাই। নীচে রইল আসল ভিডিয়োটির লিঙ্ক
ছ’বছরের পুরনো এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। করোনার অতিমারির সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।
হোয়াটস্্অ্যাপ, ফেসবুক, টুইটারে যা-ই দেখবেন, তা-ই বিশ্বাস করবেন না। শেয়ারও করে দেবেন না। বিশেষত এই আতঙ্কগ্রস্ত অবস্থায় তো তো নয়ই। এ ভাবেই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যাচাই করুন। কোনও খবর, তথ্য, ছবি বা ভিডিয়ো নিয়ে মনে সংশয় দেখা দিলে আমাদের জানান এই ঠিকানায় feedback@abpdigital.in