Indian Army

Indian Army: সেনার শ্রীনগর কোরের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ বন্ধ, জল্পনা নেট-বিধি ভাঙার

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর-স্থিত ১৫ নম্বর কোর (‘চিনার কোর’ নামে পরিচিত) ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনস্থ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৬
Share:

প্রতীকী ছবি।

হঠাৎই বন্ধ করে দেওয়া হল ভারতীয় সেনার ১৫ নম্বর কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। যদিও মঙ্গলবার বিকেল পর্যন্ত সেনা বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই ঘটনার কোনও কারণ জানানো হয়নি।

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর-স্থিত ১৫ নম্বর কোর (‘চিনার কোর’ নামে পরিচিত) ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনস্থ। নিয়ন্ত্রণরেখায় (এলওসি) নজরদারির পাশাপাশি কাশ্মীর উপত্যকার সন্ত্রাস দমনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই কোরের হাতে। ফলে এই ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালে চিনার কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে লেখা হয়— ‘আপনি অনুসরণ করেছেন এমন একটি লিঙ্ক ভেঙে যেতে পারে, বা পৃষ্ঠাটি সরানো হতে পারে।’ একটি সূত্রের খবর, নেটমাধ্যমের কোনও ভুয়ো খবর শেয়ার করার কারণে পরিচালক সংস্থা মেটা-র তরফে সাময়িক ভাবে ‘ব্লক’ করা হয় চিনার কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement