মার্কিন বিদেশসচিব মাইক পম্পেয়োর সঙ্গে কাল ব্যাঙ্ককে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত বৈঠক হতে পারে বলে দাবি করেছে একটি সূত্র। কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদী তাঁকে মধ্যস্থতা করতে বলেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরে বৈঠক তাৎপর্যপূর্ণ। পূর্ব এশিয়ার বিদেশমন্ত্রীদের সম্মেলন-সহ একাধিক সম্মেলন উপলক্ষে কালই শুরু হচ্ছে বিদেশমন্ত্রীর তাইল্যান্ড সফর।
আমলা থেকে বিদেশমন্ত্রী হওয়ার পরে জয়শঙ্করের সামনে এখন একাধিক গুরুত্বপূর্ণ সফর। ১১ অগস্ট থেকে তাঁর দু’দিনের বেজিং সফর স্থির হয়েছে। সেখানে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে ভারতের পক্ষে বাণিজ্য ঘাটতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে।
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, উহানের পরে দ্বিতীয় ভারত-চিন শীর্ষ পর্যায়ের ঘরোয়া বৈঠকটি হতে চলেছে অক্টোবরে। তা নিয়েও কথা হবে দুই বিদেশমন্ত্রীর। উহান সংলাপের ফলে ডোকলাম-তিক্ততা অনেকটাই কেটেছিল। তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াটাই লক্ষ্য জয়শঙ্করের। তা ছাড়া, দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫৮০০ কোটি ডলার। একে ভারতের পক্ষে নিয়ে আসাটাও মোদীর দ্বিতীয় ইনিংসে একটি বড় চ্যালেঞ্জ। আজ একটি আলোচনাচক্রে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ভারতের রফতানি এমন ভাবে বাড়াতে হবে যাতে তা দেশের অর্থনীতিতে এক লক্ষ কোটি ডলার দিতে পারে। আমেরিকা এবং চিন, দু’দেশেই রফতানি বাড়ানোয় জোর দিয়েছেন পীযূষ।