ভারতে নগদহীন লেনদেন ক্রমশই বাড়ছে বলে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
নগদহীন (ক্যাশলেস) লেনদেনে বিশ্বের মধ্যে শীর্ষ স্থান দখলের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় এই দাবি করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাইসিনা-সিডনি বিজনেস ব্রেকফাস্টে তাঁর মন্তব্য, ‘‘আপনি যদি আমাদের নগদবিহীন লেনদেনগুলির নির্দিষ্ট ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) আইডি দেখেন, আমি মনে করি আমরা বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নগদহীন লেনদেনে রেকর্ড করতে চলেছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের আমলে নগদহীন লেনদেনের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে জানিয়ে জয়শঙ্কর বলেন, ‘‘মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে। তাই নগদহীন লেনদেন ক্রমশ বেড়ে চলেছে।’’ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাকে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি। জয়শঙ্করের কথায়, ‘‘আমরা মানুষকে নগদহীন লেনদেনের ক্ষেত্রে ধারাবাহিক ভাবে উৎসাহিত করি।’’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতীয় অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। তার পর থেকেই বাড়ে ডিজিটাল লেনদেন। কিউআর কোড স্ক্যান করে অথবা নির্দিষ্ট ইউপিআই আইডির মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন শুরু হয়। গুগলপে, ফোনপে, পেটিএম প্রভৃতি ইউপিআই অ্যাপের ব্যবহারও রমরমিয়ে বাড়তে থাকে সে সময় থেকেই।