Covovax

Covovax: ১২-১৭ বছর বয়সিদের শরীরে প্রয়োগের জন্য ছাড়পত্র কোভোভ্যাক্স টিকাকে

প্রাপ্তবয়স্কদের শরীরে ব্যবহারের জন্য কোভোভ্যাক্সকে আগেই অবশ্য ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ২২:৫০
Share:

—ফাইল চিত্র।

১২ থেকে ১৭ বছর বয়সিদের শরীরে জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ছাড় দেওয়া হল কোভোভ্যাক্স কোভিড টিকাকে। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের থেকেই এই খবর মিলেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। সংবাদ সংস্থার রিপোর্ট, বৃহস্পতিবারই কেন্দ্র বিশেষজ্ঞ কমিটি ১২ থেকে ১৭ বছর বয়সিদের শরীরে প্রয়োগের জন্য কোভোভ্যাক্সকে ছাড়পত্র দিয়েছে।

Advertisement

প্রাপ্তবয়স্কদের শরীরে ব্যবহারের জন্য কোভোভ্যাক্সকে আগেই অবশ্য ছাড়পত্র দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। কোভোভ্যাক্স তৈরি হয়েছে আমেরিকায়। সেখানে নাম নোভাভ্যাক্স। এটি প্রোটিন সাব-ইউনিট (ন্যানো পার্টিকল) ভ্যাকসিন। ভারতে তৈরির দায়িত্বে সেরাম ইনস্টিটিউট। এই প্রতিষেধক মাংসপেশীতে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement