namaz

স্লিপার কোচে বসে নমাজ পড়ায় যাত্রীদের অসুবিধা! অভিযোগ জানিয়ে সরব প্রাক্তন বিজেপি বিধায়ক

যদিও সত্যাগ্রহ এক্সপ্রেসে থাকা যাত্রীদের অন্য একটা অংশ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য নমাজ পড়েছিলেন তাঁদের সহযাত্রীরা। তাতে কারও কোনও সমস্যাই হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ২২:১১
Share:

ট্রেনে নমাজ পড়ার ভিডিয়োটি তুলেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক। প্রতীকী ছবি।

ট্রেনের কামরায় যাতায়াতের পথে নমাজ পড়ছিলেন চার জন। সেই ভিডিয়ো তুলে রেলের কাছে অভিযোগ জানালেন বিজেপির এক প্রাক্তন বিধায়ক। তাঁর অভিযোগ, যাতায়াতের পথে বসে নমাজ পড়ার কারণে যাত্রীদের অসুবিধা হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন ওই বিধায়ক দীপলাল ভারতী বিষয়টি নিয়ে রেলের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন।

Advertisement

ভিডিয়োটি তুলেছিলেন দীপলালই। ২০ অক্টোবরের ঘটনা। সত্যাগ্রহ এক্সপ্রেসে যাচ্ছিলেন প্রাক্তন বিধায়ক। তিনি জানিয়েছেন, ট্রেনটি দাঁড়িয়েছিল উত্তরপ্রদেশের খদ্দা স্টেশনে। তখনই কামরার যাতায়াতের পথে বসে নমাজ পড়ছিলেন চার জন। প্রাক্তন বিধায়কের অভিযোগ, এর ফলে যাত্রীরা অসুবিধায় পড়েন। তাঁর কথায়, ‘‘আমি ভিডিয়োটি তুলেছিলাম। স্লিপার কোচে নমাজ পড়ছিলেন ওঁরা। এর ফলে যাত্রীরা ট্রেনের কামরায় ঢুকতে বা বার হতে পারছিলেন না। প্রকাশ্যে ওঁরা কী ভাবে নমাজ পড়তে পারে? এটা একেবারেই ভুল।’’

প্রাক্তন বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেছেন, চার জন নমাজ যখন পড়ছিলেন, তখন ট্রেনের কামরার দু’দিকে দাঁড়িয়ে ছিলেন দু’জন। তাঁরা কাউকে ট্রেনে উঠতে বা নামতে দিচ্ছিলেন না। এর আগে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের একটি শপিং মলে নমাজ পড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই নিয়ে বিতর্ক হয়েছিল ঢের। প্রশ্ন তোলা হয়েছিল, প্রকাশ্যে কী কেন এ ভাবে নমাজ পড়া চলছে।

Advertisement

ছবি ভিডিয়ো থেকে।

যদিও সত্যাগ্রহ এক্সপ্রেসে থাকা যাত্রীদের অন্য একটা অংশ জানিয়েছেন, কয়েক মিনিটের জন্য নমাজ পড়েছিলেন তাঁদের সহযাত্রীরা। তাতে কারও কোনও সমস্যাই হয়নি। উল্টে ওই বিধায়কই সকলকে উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন অনেককে। তিনিই ভিডিয়ো তোলেন। পরে তা সমাজমাধ্যমে পোস্ট করেন। রেল যদিও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement