Mysterious Death

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর রহস্যমৃত্যু, উদ্ধার হল ঝুলন্ত দেহ

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর এক বন্ধুরও ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু,তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৯:০৫
Share:

কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হংসরাজ আহিরের ভাইপোর মৃত্যু ঘিরে দানা বাঁধল রহস্য। পঞ্জাবের চণ্ডীগড়ে প্রাক্তন মন্ত্রীর ভাইপো এবং আরও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ৮ দিন আগে তাঁরা চণ্ডীগড়ে গিয়েছিলেন।

Advertisement

বিজেপির প্রাক্তন সাংসদ আহির বর্তমানে ‘ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস’-এর চেয়ারপার্সন হিসাবে দায়িত্বে রয়েছেন আহির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এক সহযোগী জানিয়েছেন, মহেশ হরিশ্চন্দ্র আহির এবং তাঁর বন্ধু হরিশ ধুতে ৮ দিন আগে চণ্ডীগড়ে গিয়েছিলেন। তাঁরা মহারাষ্ট্রের চন্দ্রপুরের বাসিন্দা।

Advertisement

চণ্ডীগড় যাওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিজনদের। কোনও ভাবেই মহেশ এবং তাঁর বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত ১৫ মার্চ চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবার। তার পরই চণ্ডীগড়ে পুলিশের একটি দল পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement