ফাইল চিত্র।
জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের তহবিল তছরুপের মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। ওমরের দল ন্যাশনাল কনফারেন্স কেন্দ্রকে কটাক্ষ করে বলেছে, আগে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করত। এখন ভোট সামনে এলেই ইডি-র সক্রিয়তা শুরু হয়ে যায়!
২০১৯ থেকেই জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের কার্যকলাপের তদন্ত শুরু হয়েছে। ঋণ বিতরণে অনিয়ম, নিয়োগে স্বজনপোষণ এবং কাজকর্মে অসঙ্গতির অভিযোগ রয়েছে এই ব্যাঙ্কের বিরুদ্ধে। সূত্রের থবর, এই ব্যাঙ্কের কয়েক জন প্রাক্তন ডিরেক্টরের সঙ্গে ওমরের সম্পর্ক নিয়ে এ দিন ওমরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ডিরেক্টররা তাঁর সুপারিশে নিয়োজিত হয়েছিলেন বলে ইডি-র দাবি। এর আগে ইডি আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করেছে। ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান মুস্তাক আহমেদ শেখ-সহ কয়েক জন পদস্থ কর্তার বিরুদ্ধে মামলা করেছে সিবিআইও।
এ দিন জিজ্ঞাসাবাদের পরে ওমর বলেন, নতুন কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়নি। ‘‘এটা চলতি তদন্ত প্রক্রিয়া। ১২-১৩ বছরের পুরনো ঘটনা। যা জানতে চাওয়া হয়েছিল, জবাব দিয়েছি। আবার প্রয়োজন হলে আবার তদন্তে সাহায্য করব।’’
তাঁর দল ন্যাশনাল কনফারেন্সের অভিযোগ তরফে এই জিজ্ঞাসাবাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে । কেন রমজানের সময় ওমরকে শ্রীনগরে জিজ্ঞাসাবাদ না করে দিল্লি ডেকে পাঠাতে হল, প্রশ্ন তোলা হয়েছে। ‘‘তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারকে অভ্যাসে পরিণত করে ফেলেছে কেন্দ্র। যখনই বিরোধী দলকে শক্তি সঞ্চয় করতে দেখে, ইডি-সিবিআই-এনআইএ-এনসিবিকে কাজে লাগায়’’, বলেছে দল। টুইটারে তারা লিখেছে, ‘‘এখন নির্বাচন কমিশনের বদলে ইডি-কে দিয়েই ভোটের দিনক্ষণ জানা যায়!”