Enforcement Directorate

অবসরের দিনেই ইডি অধিকর্তার মেয়াদ বাড়াল কেন্দ্র, এই নিয়ে তৃতীয় বার

বৃহস্পতিবারই ইডির অধিকর্তা হিসাবে শেষ দিন কাটানোর কথা ছিল সঞ্জয়ের। শেষ দিনেই তাঁকে কেন্দ্রের তরফে মেয়াদ বাড়ানোর নোটিস দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ২৩:৫৩
Share:

ছবি সংগৃহীত।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি নোটিস দিয়ে সঞ্জয়কে তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। ইডি সূত্রে খবর, দেশের বিভিন্ন রাজ্যে তাঁর আমলে শুরু হওয়া আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্ত যথাযথ ভাবে শেষ করার জন্যই ওই মেয়াদবৃদ্ধি।

Advertisement

বৃহস্পতিবারই ইডির অধিকর্তা হিসাবে শেষ দিন ছিল সঞ্জয়ের। শেষ দিনেই তাঁকে কেন্দ্রের তরফে মেয়াদ বাড়ানোর নোটিস দেওয়া হয়। এ নিয়ে গত তিন বছরে তৃতীয় বার ইডি অধিকর্তার পদের মেয়াদ বৃদ্ধি করা হল।

৬২ বছরের আইআরএস কর্তা ২০১৮ সালে যোগ দিয়েছিলেন ইডি অধিকর্তা হিসাবে। তার পর ২০২০ সালে প্রথম এবং ২০২১ সালে আরও এক বার পদের মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। বৃহস্পতিবার কেন্দ্র আবার সঞ্জয়ের মেয়াদ বাড়ানোয় ইডির অধিকর্তা হিসাবে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির সীমাও ছুঁয়ে ফেললেন তিনি।

Advertisement

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেই সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সে বার কেন্দ্রের সিদ্ধান্তই বজায় রেখেছিল। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছিল, ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয়ের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। কিন্তু ২০২১ সালে সঞ্জয়ের অবসরের দু’দিন আগেই একটি অর্ডিন্যান্স এনে ইডি এবং সিবিআই ডিরেক্টরের পদের মেয়াদ বৃদ্ধির সীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়িয়ে দেয় কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement