Encounter

Encounter in Delhi: দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই পুলিশের! জখম এক, চলছে তল্লাশি

শুক্রবার সাত সকালে এই এনকাউন্টারের ফলে উত্তেজনা ছড়ায় রাজধানীতে। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০৯:৪৩
Share:

চিত্তরঞ্জন পার্কের ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার। ছবি: টুইটার

শুক্রবার সকালে দিল্লির চিত্তরঞ্জন পার্কে পুলিশের সঙ্গে গুলির লড়াই হল দুষ্কৃতীদের। গুলির লড়াইয়ে এক দুষ্কৃতী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

কিন্তু ঠিক কী উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিলেন এবং তাঁদের আরও বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দেখছে পুলিশ। শুক্রবার সকালে এই প্রতিবেদন লেখার সময়ও চিত্তরঞ্জন পার্কে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দিল্লির অভিজাত এলাকা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর ‘বাঙালি মহল্লা’ বলেও অনেক সময়ই উল্লেখ করা হয় এই এলাকাকে।

Advertisement

শুক্রবার সাত সকালে সেই চিত্তরঞ্জন পার্কে এনকাউন্টারের ফলে উত্তেজনা ছড়ায় রাজধানীতে। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় চিত্তরঞ্জন পার্কে এক দল দুষ্কৃতী ঢুকে পড়েছে। অভিযান চালিয়ে চার দিক থেকে পুলিশ ওই দলটিকে ঘিরে ধরে। এর পর তাঁদের আত্মসমর্পণ করতে বললে দুষ্কৃতীরা পুলিশের উপর গুলি চালান। আত্মরক্ষায় পুলিশকেও গুলি চালাতে হয়। এর ফলে এক দুষ্কৃতী জখম হন। তাঁর পায়ে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement