এই ভাবেই হেলমেট পরে কাজ করেন কর্মীরা।
এই অফিসে কাজ করতে গেলে হেলমেট পরেই কাজ করতে হবে। না হলে চলবে না। তা আপনার স্কুটি, মোটরসাইকেল বা ওই জাতীয় কিছু না থাকলেও হেলমেট সঙ্গে আনা চাই। আপনি সাইকেল নিয়ে অফিসে এলেও কাজের সময় হেলমেট পরেই আপনাকে কাজ করতে হবে।
ঠাট্টা নয়, এমনই অলিখিত নিয়ম চালু রয়েছে বিহারের পূর্ব চম্পারণ জেলার অরেরাজ ব্লক অফিসে। শুধু এই অফিসের কর্মীরাই নন, পরিষেবা পেতে যাঁরা এই অফিসে আসেন তাঁদেরও হেলমেট পরেই ঢুকতে হয় এখানে।
আরও পড়ুন: গুগলের চাকরি ছেড়ে শুধু শিঙাড়া বেচেই ৫০ লাখ!
এই অফিসেরই দুই কর্মী লালন এবং পারভেজ আহমেদ নিউজ ১৮-কে জানান, জরাজীর্ণ ভবনের ছাদের চাঙড় ভেঙে অনেক কর্মী এখানে আহত হয়েছেন। তাই নিজেদের প্রাণ বাঁচাতেই হেলমেট পরে কাজ করতে হয় এখানে। পারভেজ বলেন, “অফিসের এই ভবনটি বেশ পুরনো। ঘরের দেওয়াল, ছাদ অত্যন্ত জীর্ণ। বর্ষায় ছাদ থেকে জল চুঁয়ে পড়তে থাকে। যে কোনও সময় মাথার উপর ছাদ ভেঙে পড়তে পারে। তাই যত ক্ষণ আমরা এখানে কাজ করি, তত ক্ষণই হেলমেট পরে থাকি।”
বিহার সরকারের পক্ষ থেকে এই ভবনটিকে গত বছরেই ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়। কিন্তু নতুন ভবন এখনও না মেলায় ঝুঁকি নিয়েই এখানে কাজ করছেন এই ব্লক অফিসের কর্মীরা।