elephant

Viral: রাজকীয় চালে এগিয়ে আসছে হাতি, রাস্তা আটকে বসে বাঘ, তার পর…

ভিডিয়ো শেয়ার করে দিয়া মির্জা ক্যাপশনে লেখেন, ‘শেষে কী হয় দেখুন! যিনি এই ভিডিয়োটি তুলেছে,ন, তাঁকে @স্যাংচুয়ারিএশিয়া খুঁজছে'।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৩:৪১
Share:

ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সাভানার রাজা সিংহ আর বনের রাজা বাঘ হতে পারে, কিন্তু এই দুজনেরই বুক দুরুদুরু করে ওঠে যখন সামনে এসে হাজির হয় কোনও দাঁতাল। তখন রাস্তা ছেড়ে সরে যাওয়াই শ্রেয় মনে করে তারা। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটমাধ্যমে।

Advertisement

ভিডিয়োটি প্রথম টুইট করেন অভিনেত্রী দিয়া মির্জা। ক্যাপশনে লেখেন, ‘শেষে কী হয় দেখুন! যিনি এই ভিডিয়োটি তুলেছেন, তাঁকে @স্যাংচুয়ারিএশিয়া খুঁজছে'। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাজকীয় ভঙ্গিমায় হেলতে দুলতে এগিয়ে আসছে একটি হাতি। কিছু দূরে ঠিক তার রাস্তার মাঝেই শুয়ে রয়েছে বনের রাজা বাঘ। বাঘকে রাস্তা আটকে শুয়ে থাকতে দেখেও অবিচলিত ভঙ্গিতেই এগিয়ে আসে হাতিটি। শেষে প্রাণে বাঁচতে সম্মুখ সমরে না গিয়ে সম্মানের সঙ্গে রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘটি।

দিয়া মির্জার শেয়ার করা এই ভিডিয়ো ঘিরে নানা মহল থেকে নানা মন্তব্য উঠে এসেছে। বনবিভাগের আধিকারিক পরভিন কাসওয়ান যেমন লিখেছেন, ‘হাতিই জঙ্গলের আসল রাজা'।’ সুশান্ত নন্দা নামে আর এক বন আধিকারিকের মতে এটি ‘শান্তিপূর্ণ সহাবস্থান। ওরা আমাদের মতো ক্ষমতা কিংবা অহংকারের জন্য লড়াই করে না'।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement