প্রতীকী ছবি।
অনেক গ্রাহকই বিদ্যুতের বিল দিচ্ছেন না। বার বার নোটিস পাঠিয়েও যখন সেই টাকা আদায়ে ব্যর্থ, তখন অন্য পন্থা নিল বিদ্যুৎ সংস্থা। গ্রাহকদের নাম হোর্ডিংয়ে ছাপিয়ে রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে দিল তারা। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ সংস্থা জানিয়েছে, অনেক দিন ধরেই এই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। গ্রাহকদের বার বার সতর্ক করেও কোনও লাভ হয়নি। কোনও কোনও গ্রাহকের তো কয়েক হাজার টাকা বকেয়া রয়েছে। বাড়িতে নোটিস পাঠিয়ে বকেয়া মেটাতে বলা হয়েছে। বকেয়া না মেটানো এমন গ্রাহকের সংখ্যা দিন দিন বড়তে থাকায় লোকসানের মুখ দেখতে হচ্ছে বলেও দাবি বিদ্যুৎ সংস্থাটির। লক্ষ লক্ষ টাকা বকেয়া পড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
তাই বিদ্যুৎ সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা বকেয়া মেটাননি, তাঁদের নাম প্রকাশ করে রাস্তার মোড়ে টাঙানো হবে। সংস্থার জেনারেল ম্যানেজার নিতিন মাঙ্গলিক জানিয়েছেন, এত দিন ওই সব গ্রাহকদের নাম প্রকাশ্যে আনা হয়নি। এ বার বাধ্য হয়েই তাঁদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে, তাতে যদি লজ্জায় পড়ে বকেয়া মিটিয়ে দেন ওই গ্রাহকেরা! বকেয়ার পরিমাণের ভিত্তিতে সেই নাম প্রকাশ্যে আনা হবে। যাঁদের বকেয়ার পরিমাণ বিপুল, এমন গ্রাহকদের প্রথমে বাছা হচ্ছে। ২০টি জ়োম থেকে সেই সব গ্রাহকদের চিহ্নিত করে নাম প্রকাশ করা হবে।
বিদ্যুৎ সংস্থার ম্যানেজারের দাবি,শুধু গোয়ালির শহরেই ৫৩০ কোটি টাকার বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। বকেয়া মেটাননি এমন গ্রাহকের সংখ্যা কয়েক হাজার। কিন্তু তাঁদের মধ্যে যাঁদের বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি, তাঁদের নামই আপাতত প্রকাশ্যে আনা হচ্ছে।