জিনাম ভ্যালিতে ভোটকর্মীরা

ডিমা হাসাও জেলার একমাত্র হাফলং বিধানসভা আসনে ভোটসামগ্রী বণ্টনের কাজ শেষ। আজ ১০৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও ভোটকর্মীদের পাঠানো হয়। ডিমা হাসাও জেলার প্রত্যন্ত এলাকাগুলির রাস্তা খারাপ থাকায় জেলা প্রশাসন ভোটের ৭২ ঘণ্টা আগেই ভোটকর্মীদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে পাঠিয়ে দেয়।।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাফলং শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৪:১০
Share:

ডিমা হাসাও জেলার একমাত্র হাফলং বিধানসভা আসনে ভোটসামগ্রী বণ্টনের কাজ শেষ। আজ ১০৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও ভোটকর্মীদের পাঠানো হয়। ডিমা হাসাও জেলার প্রত্যন্ত এলাকাগুলির রাস্তা খারাপ থাকায় জেলা প্রশাসন ভোটের ৭২ ঘণ্টা আগেই ভোটকর্মীদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে পাঠিয়ে দেয়।। ১ এপ্রিল জেলার প্রত্যন্ত জিনাম ভ্যালিতে ভোটকর্মীদের পাঠানো হয়। জিনাম ভ্যালিতে যেতে হয় শিলচর হয়ে। জিনাম ভ্যালির খুংনাম ভোটকেন্দ্রে পৌঁছতে প্রায় ৩৫ কিলোমিটার হেঁটে যেতে হয়। গাড়ি যাওয়ার রাস্তা নেই।

Advertisement

ডিমা হাসাও জেলায় ভোটকেন্দ্র ২০৩টি। আজ ১০৬টি বুথে ভোটসামগ্রী পাঠানো হয়। আগামী কাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। হাফলং শহরের দু’টি ভোটকেন্দ্র— হাফলং সাংস্কৃতিক ভবন ও রামনগরকে ‘আদর্শ বুথ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বারই প্রথম হাফলং জি এন বরদলৈ ভোটকেন্দ্রকে মহিলা নিয়ন্ত্রিত করা হয়েছে। ওই ভোটকেন্দ্রে মহিলা কর্মী নিয়োগ করা হয়েছে। ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ২৯। জেলার প্রত্যন্ত, অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে সিআরপি ও এসএসবি জওয়ান মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement