Fire

মধ্যরাতে কুঁড়েঘরে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মারা গেলেন বয়স্ক দম্পতি

শনিবার মধ্যরাতে কুঁড়েঘরের ভিতর ঘুমোচ্ছিলেন এক বয়স্ক দম্পতি। হঠাৎ আগুন লেগে যায় কুঁড়েঘরে। ওই আগুনেই পুড়ে মারা যান তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:৫০
Share:

কয়েক জন গ্রামবাসীদের নজরে পড়লে তাঁরা আগুন নেভাতে তৎপর হয়। প্রতীকী ছবি।

আগুনে পুড়ে মৃত্যু মধ্যপ্রদেশের এক বয়স্ক দম্পতি। শনিবার মধ্যরাতে তাঁদের কুঁড়েঘরে ঘুমোচ্ছিলেন ষাটোর্ধ্ব দম্পতি। ঘরে হঠাৎ আগুন লেগে যাওয়ায় পুড়ে মারা যান তাঁরা। বৃদ্ধের বয়স ৬৫ বছর এবং তাঁর স্ত্রীর বয়স ৬২ বছর। এই ঘটনাটি নর্মদাপুরম জেলার খড়কালি গ্রামে ঘটে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার মধ্যরাতে ওই দম্পতির কুঁড়েঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন বলে জানায় বনখেদি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, আগুন নিভলে ওই দম্পতিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, আগুন লাগার পর তা কয়েক জন গ্রামবাসীর নজরে আসে। তাঁরাই আগুন নিভিয়ে ওই দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রাথমিক তদন্তে নেমে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement