আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। —ফাইল চিত্র।
আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে তলব করল ইডি। জমির বদলে রেলে চাকরির অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। সেই কারণেই পটনায় ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ১৯ মার্চ অর্থাৎ বুধবার এই বর্ষীয়ান রাজনীতিককে ডেকে পাঠানো হয়েছে। একা লালু নন, তাঁর পরিবারের কয়েক জনকেও তলব করা হয়েছে বলে খবর। সেই তালিকায় রয়েছেন লালু-পত্নী রাবড়ি দেবী, পুত্র তেজপ্রতাপ। ইডি সূত্রে খবর, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনেই সকলের বয়ান রেকর্ড করার জন্য তলব করা হয়েছে। যদিও লালু বুধবার ইডির সামনে হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। লালু ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছে, লালু বা তাঁর পরিবারের কেউই ইডির মুখোমুখি হবেন না এখনই।
আরজেডি প্রধান অতীতে রেলমন্ত্রী থাকাকালীন এই দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিহারের বহু তরুণকে জমি এবং টাকার বিনিময়ে রেলের গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বর্তমানে ইডি এবং সিবিআই— দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই মামলার তদন্ত চালাচ্ছে। ইডির দাবি, ওই নিয়োগের বদলে জমিগুলি লালুর পরিবার বা তাঁর ঘনিষ্ঠদের নামে করিয়ে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, এই মামলায় অতীতে একাধিক বার লালু ও তেজস্বীকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পটনা, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলেছিল।