Supreme Court

‘কেন গ্রেফতারি, ইডি জানাতে পারে ২৪ ঘণ্টায়’

২০২৩ সালে পঙ্কজ বনশল মামলায় সুপ্রিম কোর্ট জানায়, ধৃত ব্যক্তিকে লিখিত ভাবে গ্রেফতারির কারণ জানাতে হবে ইডি-কে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:৩৪
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

অভিযুক্তকে গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যে ইডি গ্রেফতারির কারণ জানাতে পারে বলে রায় দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

২০২৩ সালে পঙ্কজ বনশল মামলায় সুপ্রিম কোর্ট জানায়, ধৃত ব্যক্তিকে লিখিত ভাবে গ্রেফতারির কারণ জানাতে হবে ইডি-কে। ওই মামলার রায়ের আগে হওয়া মামলার ক্ষেত্রেও এই বিষয়টি কার্যকর করার (রেট্রোস্পেক্টিভ এফেক্ট) আবেদন জানিয়েছিলেন সুপারটেক সংস্থার কর্ণধার রামকিশোর অরোরা। সে ক্ষেত্রে গ্রেফতারির কারণ না দেখানোর ফলে রামের গ্রেফতারিকেও অবৈধ তকমা দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন রামের আইনজীবীরা।

কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে, পঙ্কজ বনশল মামলার রায় তার পরে হওয়া মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে (প্রস্পেক্টিভ এফেক্ট)। বেঞ্চ জানিয়েছে, গ্রেফতারির সময়ে ইডি-র অফিসারেরা মৌখিক ভাবে গ্রেফতারির কারণ জানাতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ভাবে তা জানাতে হবে। তাহলেই টাকা পাচার আইনের ১৯ নম্বর ও সংবিধানের ২২ (১) নম্বর অনুচ্ছেদ মেনে আইনসঙ্গত পদক্ষেপ করতে পারবে ইডি। সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়েছে, ধৃত ব্যক্তিকে অবশ্যই গ্রেফতারির কারণ জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement