Maharashtra Assembly Election 2024

ফোনে আড়ি পাতা বিতর্ক! বিধানসভা ভোটের মুখে মহারাষ্ট্র পুলিশের ডিজিকে বদলের নির্দেশ কমিশনের

দু’সপ্তাহ পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার পুলিশের ডিজি রেশমি শুক্লাকে বদলি করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৩:২১
Share:

মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুল্ক। তাঁকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের মুখে পুলিশের শীর্ষ কর্তাকে বদলি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মহারাষ্ট্র পুলিশের ডিজি রেশমি শুক্লকে অবিলম্বে অন্যত্র বদলি করার জন্য সে রাজ্যের মুখ্যসচিব সুজাতা সৌনিককে নির্দেশ দিয়েছে কমিশন। সম্প্রতি শুক্লের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিল মহারাষ্ট্রের বিরোধী শিবির। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এই আবহে সোমবার শুক্লকে মহারাষ্ট্র পুলিশের ডিজির পদ থেকে সরাতে নির্দেশ দিল কমিশন।

Advertisement

সূত্রের খবর, শুক্লের পরবর্তী সব চেয়ে সিনিয়র আইপিএসকে ডিজি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। নিয়ম অনুযায়ী, আদর্শ আচরণবিধি কার্যকর থাকাকালীন সরকারি আধিকারিকদের বদলি সংক্রান্ত বিশেষ কিছু ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে। প্রয়োজন অনুসারে তাঁদের বদলির নির্দেশ দেয় কমিশন। ডিজিকে বদলি করে ওই পদের জন্য প্রস্তাবিত তিনটি নামের তালিকা মঙ্গলবারের মধ্যে কমিশনকে পাঠানোর জন্য বলা হয়েছে।

আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন রয়েছে। তার দু’সপ্তাহ আগে পুলিশের শীর্ষ কর্তাকে দায়িত্ব থেকে সরাল কমিশন। ১৯৮৮ সালের ব্যাচের আইপিএস শুক্ল মহারাষ্ট্র পুলিশের প্রথম মহিলা ডিজি। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে শিবসেনার উদ্ধব গোষ্ঠী এবং কংগ্রেসের। তিনি দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও অভিযোগ তুলেছিল বিরোধী শিবির।

Advertisement

শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত সম্প্রতি অভিযোগ করেছেন, ২০১৯ সালে তাঁদের সরকার গঠনের সময় সরাসরি বিজেপির হয়ে কাজ করছিলেন শুক্ল। সঞ্জয় বলেছিলেন, “তিনি (শুক্ল) আমাদের ফোনে আড়ি পেতেছিলেন। আমরা কখন কোথায় কী করতে চলেছি, সেই সব খবর দেবেন্দ্র ফড়নবীসকে দিয়েছিলেন। তিনি সুষ্ঠু ভাবে নির্বাচন করাবেন, এই আশা আমরা কী ভাবে রাখব?” মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাতোলেও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। শুক্লকে পুলিশের ডিজি পদ থেকে সরানোর আর্জি জানিয়েছিলেন তিনিও।

আগামী ২০ নভেম্বরে এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। গণনা ২৩ নভেম্বর। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাজুটি’ এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। অন্য দিকে, পৃথক ভাবে লড়ছে এমএনএস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement