দিল্লি থেকে বিহার যাওয়ার পথে বাসে আগুন। ছবি: সংগৃহীত।
দিল্লি থেকে বিহার যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি বাসে আচমকা আগুন লেগে যায়। রবিবার সন্ধ্যার সেই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে চলন্ত বাসে আগুন দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
দিল্লির ওয়াজ়িরাবাদ থেকে রওনা দিয়েছিল বাসটি। গন্তব্য ছিল বিহারের সুপাউল। রবিবার রাত ৮টা নাগাদ উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছিল সেই বাস। হাথরসের কাছে পৌঁছে যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকা বাসে আগুন ধরে যায়। চলন্ত বাসেই দাউ দাউ করে জ্বলে ওঠে শিখা। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। চিৎকার করে চালককে তাঁরা বাস থামাতে বলেন। বাসটি থামলে হুড়মুড় করে সকলে রাস্তায় নেমে পড়েন। কারও গায়ে আগুন লাগেনি। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
কী থেকে বাসে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে পুলিশ এবং দমকলের অনুমান, বাসের ছাদে যাত্রীরা যে ব্যাগপত্র তুলে রেখেছিলেন, সেখান থেকে কোনও কারণে আগুন ধরে থাকতে পারে। দ্রুত তা বাসের বাকি অংশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এবং দমকলের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু তাঁদের পৌঁছনোর আগেই বাসটি প্রায় সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে আগুন দেখার সঙ্গে সঙ্গে পিছনের দিকে বসে থাকা যাত্রীরা চিৎকার করে ওঠেন। চালক বাস থামিয়ে দিলে সেখানে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আগুনের হাত থেকে বাঁচতে যাত্রীরা সকলে হুড়মুড় করে নামতে শুরু করেন। ধাক্কাধাক্কি এবং আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।
এই ঘটনার কারণে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে রবিবার রাতে দীর্ঘ ক্ষণ যানজট ছিল। তবে যাত্রীদের সকলের পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিহারে পৌঁছনোর জন্য বিকল্প বন্দোবস্ত করা হয়েছে।