Jharkhand

Hemant Soren: লাভজনক পদ বিতর্ক, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিস নির্বাচন কমিশনের

প্রাথমিক তদন্তের পর তা সত্য বলে প্রকাশ্যে আসায় এই নোটিস দেওয়া হয়েছে। নোটিসের জবাব দেওয়ার জন্য ১০ মে অবধি সময় পাবেন হেমন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০২২ ২৩:০৯
Share:

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ফাইল চিত্র।

‘লাভজনক পদ’ বিতর্কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নোটিস দিল নির্বাচন কমিশন। গত বছর সরকারি খনির লিজ নিজেকেই দিয়েছিলেন হেমন্ত। প্রাথমিক তদন্তের পর তা সত্য বলে প্রকাশ্যে আসায় এই নোটিস দেওয়া হয়েছে। নোটিসের জবাব দেওয়ার জন্য ১০ মে অবধি সময় পাবেন হেমন্ত।

নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেন, ‘‘আমরা এই সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখেছি। প্রাথমিক ভাবে তা সত্য বলেই মনে হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘জন প্রতিনিধি আইনের ৯-ক ধারায় একটি অভিযোগ দায়ের হয়েছে।’’

Advertisement

জনপ্রতিনিধি আইনের ওই ধারায় বলা হয়েছে সরকারি পদে আসীন কোনও ব্যক্তি নিজের সঙ্গে কোনও সরকারি বরাত, পণ্য সরবরাহ প্রভৃতির মতো বাণিজ্যিক চুক্তি করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement