Birbhum Incident

স্ত্রীকে উপহার দিতে পুরসভার ‘লভ’ চিহ্ন চুরি! সিউড়িতে যুবককে ধরে গোলাপ কিনে দিল পুলিশ

চুরির নেপথ্যে প্রেমের কাহিনি আছে জেনে পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান অভিযুক্ত যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সিউড়ি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৫১
Share:

গোলাপের তোড়া হাতে নিয়ে স্ত্রীকে ভালবাসার কথা জানালেন অভিযুক্ত। বৃহস্পতিবার সিউড়ি থানার সামনে। —নিজস্ব চিত্র।

ভালবাসার চিহ্ন স্ত্রীর হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে ভালবাসা জানাবেন। এমন পরিকল্পনা থেকেই পুরসভার এলইডি বোর্ড থেকে ‘লভ’ চিহ্ন চুরি করেছিলেন বীরভূম জেলার সিউড়ির যুবক। তাঁকে ধরে ফেলে পুলিশ। অবশ্য চুরির নেপথ্যে প্রেমের কাহিনি আছে জেনে পুলিশ আর সিউড়ি পুরসভার পুরপ্রধান ওই যুবককে গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়েই স্ত্রীকে ভালবাসা জানান ওই যুবক। পায়ে হাত দিয়ে প্রণাম করে আর চুরি না-করার শপথও নেন।

Advertisement

ইদানীং রাজ্যের অনেক পুর এলাকাতে সেই শহরের নাম দিয়ে ‘ভালবাসার শহর’ লেখা এলইডি বোর্ড লাগানো হচ্ছে। সিউড়িতেও সার্কিট হাউস সংলগ্ন জায়গায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা রয়েছে ‘আমার ভালবাসার শহর সিউড়ি’। সেই ডিসপ্লে বোর্ডে রয়েছে ‘লভ সাইন’ বা ভালবাসার চিহ্নও। মঙ্গলবার রাতে সেই বোর্ড থেকে প্লাস্টিক দিয়ে তৈরি ওই চিহ্নটি খুলে নেন ওই যুবক।

চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই থানায় অভিযোগ জানান সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তদন্তে নেমে পুলিশ মহম্মদবাজার থেকে ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত পুলিশকে জানান, স্ত্রীকে উপহার দিয়ে ভালবাসা জানানোর জন্যই তিনি লাল রঙের ওই চিহ্নটি চুরি করেছিলেন। কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই সেটি ভেঙে যায়।

Advertisement

ওই যুবকের কথা শুনে পুলিশ আর পুরপ্রধান ওই যুবককে লাল গোলাপের তোড়া কিনে দেন। সেই গোলাপের তোড়া নিয়ে থানার বাইরেই স্ত্রীকে ‘ভালবাসি’ বলে হাঁটু মুড়ে বসে পড়েন ওই যুবক। শুধু তা-ই নয় স্ত্রীকে প্রণাম করে তিনি বলেন, “আর কখনও চুরি করব না।” এই প্রসঙ্গে সিউড়ি পুরসভার পুরপ্রধান বলেন, “রাজনৈতিক জীবনে এই রকম ভাবে কাউকে ভালবাসার জন্য চুরি করতে দেখিনি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement