সোমবার ভোরে কম্পন অনুভূত হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জে। প্রতীকী ছবি।
ভূমিকম্পে কাঁপল নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার ভোরে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫।
এনসিএস সূত্রে খবর, সোমবার ভোর ৫টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়নি। রবিবার ভূকম্প অনুভূত হয় উত্তরকাশী এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫।
গত কয়েক দিনে দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়েছে। মেঘালয়ের তুরা এলাকায় কম্পন অনভূত হয়েছিল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৭। কম্পন অনুভূত হয়েছিল মণিপুরের নোনে জেলাতেও। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.২।
এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পাঙ্ক ছিল ৪.৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়। কম্পন অনুভূত হয় গুজরাতেও। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৩। কম্পনের উৎসস্থল ছিল রাজকোটের উত্তর এবং উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২৭০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে সুরতেও কম্পন অনুভূত হয়েছিল। মহারাষ্ট্রের কোলাপুরেও কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৬।