নেপাল ভূমিকম্পের স্মৃতি উস্কে রবিবার সকালে কেঁপে উঠল গুজরাতের বিস্তীর্ণ অংশ। তবে এখনও পর্যন্ত কোনও রকম ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ দিন সকাল ৯টা ২৪ মিনিট নাগাদ সুরাত জেলার বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। সুরাতের উত্তর-পশ্চিমে কামরেজ তালুকার ভাডা গ্রাম ছিল ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল। এর কয়েক ঘণ্টার মধ্যেই ২.৮ মাত্রার আফটার শক অনুভূত হয়। ওই কম্পনটির কেন্দ্রস্থল ছিল সৌরাষ্ট্রের ভাবনগর শহর। মুখ্যমন্ত্রী আনন্দীবেন পটেল ভূকম্পের কথা টুইটারে জানিয়ে বলেন, ‘‘রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।’’ এ দিকে, পঞ্জাব ও তার আশপাশের বেশ কিছু অংশে রবিবার বিকেলের দিকে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে সেখানেও ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।