প্রতীকী ছবি।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। এই নিয়ে টানা দু’দিন। রবিবারের পর সোমবার দুপুরেও কম তীব্রতার ভূকম্পন অনুভূত হয় দিল্লি এবং তার আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর তীব্রতার মাত্রা ছিল ২.৭।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) সূত্রে খবর, এ দিন দুপুর ১টা ২৬ মিনিটে ভূকম্পন হয় দিল্লিতে। প্রাথমিক ভাবে এর কেন্দ্রস্থলের কথা উল্লেখ না করলেও এনসিএস জানিয়েছে, দিল্লির প্রায় ৫ কিলোমিটার জায়গা জুড়ে কম্পন অনুভূত হয়। যদিও কম তীব্রতার হওয়ায় এই ভূকম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
লকডাউনের ফলে গোটা দেশের মতো দিল্লিতেও কার্যত ঘরবন্দি মানুষজন। করোনা-সংক্রমণের আতঙ্কের আবহে টানা দু’দিন ভূকম্পনের জেরে স্বাভাবিক ভাবেই শঙ্কিত সেখানকার বাসিন্দারা। গত কাল সন্ধ্যাতেও সেখানে কম তীব্রতার ভূকম্পন হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৫। তবে তীব্রতা কম হলেও তা অনুভূত হয়েছিল নয়ডা, গাজিয়াবাদ ও ফরিদাবাদে। দিল্লিবাসীদের নিরাপদে থাকা নিয়ে প্রার্থনা করে গত কাল টুইটও করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
আরও পড়ুন: লকডাউন কোথায়, কতটা ছাড়, কাল জানাবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: লকডাউন: অনিশ্চিত ভবিষ্যতের মুখে কুয়েত, আমিরশাহিতে কর্মরত ভারতীয়রা
বিজ্ঞানীরা জানিয়েছেন, পাঁচটা সিসমিক জোন বা ভূকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে চতুর্থ অঞ্চলের মধ্যে পড়ে দিল্লি। তবে সুদূর মধ্য এশীয় অঞ্চল বা হিমালয় পর্বতাঞ্চলের মতো হাই সিসমিক জোনে ভূমিকম্প হলেও দিল্লিতে তার কম্পন অনুভূত হয়।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)