রুত্তের হিন্দি টুইট নিয়ে রসিকতা

তিন দেশ সফরের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরেছেন আজ সকালে। সফর শেষ হয়েছে নেদারল্যান্ডস দিয়ে। ভারত-নেদারল্যান্ডসের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি চলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০১৭ ১৩:২৮
Share:

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে।

সৌহার্দ্যে কোনও ফাঁক নেই। ফাঁক নেই শব্দের মাঝেও। হিন্দিতে সব অক্ষর জুড়ে দিয়ে টুইট করে তাই ফেঁসে গিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে।

Advertisement

তিন দেশ সফরের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরেছেন আজ সকালে। সফর শেষ হয়েছে নেদারল্যান্ডস দিয়ে। ভারত-নেদারল্যান্ডসের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি চলছে। সেই উপলক্ষে মোদীকে উপহারও দিয়েছেন রুত্তে। উপহারের পাশাপাশি খামতি ছিল না টুইটার-কূটনীতিতেও। সে দেশে সফরের সময়ে মোদী অনেক বার ওলন্দাজ ভাষায় টুইটও করেছেন। সৌজন্য দেখিয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও টুইট করেছেন হিন্দিতে। কিন্তু গোটা বাক্যে কোথাও কোনও ফাঁক দেননি। কেউ কেউ বলছেন, রুত্তের টুইটে বাগড়া দিয়েছে কম্পিউটারের গোলমেলে কি-বোর্ড। তাই জুড়ে যাওয়া বাক্য দেখে সুযোগ ছাড়েননি কেউই। সোশ্যাল মিডিয়ায় মস্করার অন্ত নেই। তবে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদও জানান অনেকে।

তবে হিন্দিতে রুত্তের টুইট এই প্রথম, এমন নয়। দু’বছর আগেই মোদীর ওলন্দাজ ভাষার টুইটের জবাবে রুত্তে হিন্দিতে উত্তর দিয়েছিলেন। সে বার গন্ডগোল ছিল না। সৌহার্দ্যের পাশাপাশি শব্দের মাঝে ফাঁকও ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement