দেবেন্দ্র সিংহ। —ফাইল চিত্র
জঙ্গি-যোগে ধৃত পুলিশ কর্তা দেবেন্দ্র সিংহকে ১৫ দিনের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হেফাজতে পাঠল আদালত। দেবেন্দ্র-র সঙ্গে ধৃত আরও ২ দুই জঙ্গি এবং তাদের দুই সহযোগীকে হেফাজতে নিয়েছে এনআইএ। নানা মহলের চাপের মুখে গত সপ্তাহেই দেবেন্দ্র-মামলা হাতে নিয়েছে এনআইএ।
গত কাল কুলগাম থেকে ধৃতদের জম্মুতে আনা হয়। বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় বিশেষ এনআইএ আদালতে আনা হয় ওই পাঁচ জনকে।
এরই মধ্যে একটি সূত্র জানিয়েছে, ধৃত পুলিশ-কর্তার মাধ্যমে হিজবুল মুজাহিদিন জঙ্গিদের মধ্যে নিজেদের লোক ঢোকানোর চেষ্টা চালাচ্ছিল গোয়েন্দা সংস্থা র’। পুলিশের কয়েকটি সূত্র থেকেও এমন দাবির কথা শোনা গিয়েছে। যদিও এই দাবি ঘিরেও প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন, এ সব কথা বলে দেবেন্দ্রর অপরাধকে আসলে লঘু করে দেখানোর চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।