এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিলাসবহুল গাড়ির তলায় প্রাণ হারালেন যুবতী। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ওই গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতীর নাম সন্ধ্যা (৩০)। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কেনগেরি এলাকায় একটি মার্সিডিজ়ের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সে সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দ্রুতগতিতে আসা ওই গাড়ি তাঁকে পিষে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটির চালক ছিলেন ২০ বছরের এক তরুণ। অভিযোগ, ওই তরুণ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়েরা তাঁকে ঘিরে ধরেন। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
অভিযুক্ত তরুণের নাম ধনুশ (২০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় মত্ত ছিলেন তরুণ। তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। কী ভাবে ওই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজও।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ধনুশের বাবা একটি বেসরকারি বাস ট্রাভেল কোম্পানির মালিক। সম্প্রতি তিনি ওই মার্সিডিজ় গাড়িটি কিনেছিলেন। শনিবার বাবাকে না জানিয়েই ওই গাড়ি নিয়ে বেরোন ধনুশ। এর পর যশবন্তপুরের একটি মলে গিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপানও করেন। কিন্তু মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ফেরার পথেই বিপত্তি বাধিয়ে বসেন তিনি! ইতিমধ্যেই ওই তরুণকে গ্রেফতার করেছে কেনগেরি ট্রাফিক পুলিশ। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।