Mumbai Crime

এক কোটি টাকার মাদক উদ্ধার মুম্বইয়ে, পুলিশের হাতে গ্রেফতার এক রসায়ন বিজ্ঞানী

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক রসায়ন বিজ্ঞানীও। পুলিশের অনুমান, কারখানায় বেআইনি ভাবে মাদক প্রস্তুতির নেপথ্যে রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১২:৩৩
Share:

—প্রতীকী ছবি।

মাদক পাচারের অভিযোগে মুম্বইয়ে গ্রেফতার দুই ব্যক্তি। বৃহস্পতিবার মুম্বইয়ের লালজিপদ নামের এক বস্তি এলাকার একটি কারখানা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি ৫০৩ গ্রাম ওজনের মাদকও উদ্ধার করা হয়েছে। এই মাদকের বাজারমূল্য ১ কোটি ১৮ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক জন রসায়ন বিজ্ঞানীও। পুলিশের অনুমান, কারখানায় বেআইনি ভাবে মাদক প্রস্তুতির নেপথ্যে রয়েছেন তিনি। ২৪ বছর বয়সি ওই অভিযুক্তের নাম নুর আলম মেহবুব আলম চৌধুরি।

৩০ বছর বয়সি আব্রার ইব্রাহিম শেখকেও গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মাদক পাচারের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে পুলিশের অনুমান। দুই অভিযুক্তকে গ্রেফতারির পর বিষয়টি আরও খতিয়ে দেখতে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement