Donald Trump

ট্রাম্পের নিরাপত্তায় কোলের সন্তানকে নিয়েই দায়িত্ব পালন মহিলা কনস্টেবলের

দু’টি গাছের মধ্যে একটি কাপড় বেঁধে দোলনার মতো তৈরি করে নিয়েছেন সঙ্গীতা। তাতে শুইয়ে দিয়েছেন সন্তানকে। আর সেখানে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২১
Share:

সন্তানকে নিয়েই ডিউটিতে। ছবি: এএনআই-এর টুইটার থেকে নেওয়া।

কর্তব্য না সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, কোনটা আগে? এই মহিলা পুলিশ কনস্টেবল এমন প্রশ্নের সহজ উত্তর দিলেন। দুধের শিশুকে নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় তাঁর দায়িত্ব পালন করতে দেখা গেল এক মহিলা কনস্টেবলকে।

Advertisement

গুজরাতে মোতারার ভিসাত এলাকায় ডিউটি পড়ে কনস্টেবল সঙ্গীতা পারমার-এর। তাঁর এক বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তাকে বাড়িতে রেখে আসা সম্ভব নয়। আবার সন্তানের জন্য কনস্টেবলের দায়িত্ব পালন থেকেও পিছিয়ে আসতে পারেন না। দু’টি দায়িত্বই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ। তাই ছেলেকে নিয়েই ডিউটি করতে দেখা গেল তাঁকে। সংবাদ সংস্থা এএনআই-এর ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

তিনটি ছবি পোস্ট করেছে এএনআই, সেখানে দেখা যাচ্ছে, দু’টি গাছের মধ্যে একটি কাপড় বেঁধে দোলনার মতো তৈরি করে নিয়েছেন সঙ্গীতা। তাতে শুইয়ে দিয়েছেন সন্তানকে। আর সেখানে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছেন। মাঝে মাঝে তাঁকে সন্তানের কাছে গিয়ে দোলানাটি দুলিয়ে দিতেও দেখা যাচ্ছে। ছবিতে তাঁর আশপাশে আরও মহিলা পুলিশ কর্মী রয়েছেন।

Advertisement

আরও পড়ুন: মোতেরায় ট্রাম্পকে স্বাগত জানাতে লক্ষাধিক মানুষের ভিড়

সঙ্গীতা জানিয়েছেন, "কনস্টেবল ও মায়ের দায়িত্ব একসঙ্গে পালন করা কঠিন। কিন্তু দু’টি দায়িত্বই আমাকে পালন করতে হবে। এত ছোট বাচ্চাকে বাড়িতে রেখে আসা সম্ভব নয়, মাঝে মাঝেই দুধ খাওয়াতে হয়"।

আরও পড়ুন: চার মহিলার শরীরের রং দিচ্ছে বিশেষ বার্তা, ভিডিয়ো শেয়ার করলেন বিদ্যা বালন

সঙ্গীতার এই ছবি রবিবার পোস্ট হয়েছে এএনআই-এর টুইটার হ্যান্ডলে। প্রচুর মানুষ সঙ্গীতার প্রশাংসা করে কমেন্ট করেছেন। সেই সঙ্গে সমানে চলছে লাইক ও রিটুইট।

দেখুন সেই টুইট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement