Surgery on Wrong Eye

বাঁ চোখের বদলে ডান চোখে অস্ত্রোপচার হল সাত বছরের শিশুর, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

শিশুটির বাবা নিতিন ভাটি জানিয়েছেন, তাঁর ছেলের বাম চোখ দিয়ে জল পড়ত। নয়ডার ওই হাসপাতালে ছেলেকে চোখের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Share:

(বাঁ দিকে) যুধিষ্ঠির ভাটি, যার ভুলে চোখে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। এই হাসপাতালে হয়েছে অস্ত্রোপচার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাঁ চোখে অস্ত্রোপচার করাতে গিয়েছিল সাত বছরের শিশু। ‘ভুলবশত’ তার ডান চোখে চিকিৎসক অস্ত্রোপচার করে দেন বলে অভিযোগ পরিবারের। গ্রেটার নয়ডার একটি হাসপাতালের ঘটনা। পুলিশ জানিয়েছে, যুধিষ্ঠির ভাটি নামে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দোষীরা শাস্তি পাবেন।

Advertisement

শিশুটির বাবা নিতিন ভাটি জানিয়েছেন, তাঁর ছেলের বাম চোখ দিয়ে জল পড়ত। নয়ডার ওই হাসপাতালে ছেলেকে চোখের চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন তিনি। চিকিৎসক আনন্দ বর্মা শিশুটিকে পরীক্ষা করে জানান, তার চোখে প্লাস্টিকের মতো কিছু একটা জিনিস রয়েছে। অস্ত্রোপচার করলে চোখ থেকে জল পড়া বন্ধ হয়ে যাবে। অস্ত্রোপচারের খরচ প্রায় ৪৫ হাজার টাকা।

অস্ত্রোপচার করাতে রাজি হয় শিশুটির পরিবার। গত মঙ্গলবার নয়ডার হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। তার পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটির মা দেখেন, তার বাঁ চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করানো হয়েছে। পরিবারের দাবি, এই নিয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হলে তাঁরা দুর্ব্যবহার করেন। এর পরেই গৌতম বুদ্ধ নগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও)-এর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন শিশুটির পরিবার। শিশুটির বাবা ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করার দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement