ফাইল চিত্র।
পিঠব্যাগ বা ব্যাকপ্যাক তো অনেকেই ব্যবহার করেন। কিন্তু কখনও খেয়াল করেছেন কি অনেক ব্যাগের উপরে সেলাই করা চামড়ার ছোট একটি টুকরো থাকে? আমরা অধিকাংশই সাধারণত সেটাকে ব্যাগের ডিজাইন বলেই ভুল করে থাকি। ব্যাগের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই ছোট অংশটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
পিঠব্যাগ বা ব্যাকপ্যাকের উপর কেন ওই ছোট অংশটি লাগানো থাকে, জেনে নেওয়া যাক। এই অংশটিকে বলা হয় ‘ল্যাশ ট্যাব’। সাধারণত কুড়ুল বা বড় ছুরি জাতীয় অস্ত্র ঝুলিয়ে নিয়ে বহন করার জন্যই এই ল্যাশ ট্যাবের সংযোজন হয়েছিল ব্যাকপ্যাকে।
কিন্তু এখন ল্যাশ ট্যাব শুধু আর কুড়ুল বা বড় ছুরি বহনের কাজে লাগে না। পর্যটকরা অনেক সময় তাঁদের ব্যাকপ্যাকের এই ল্যাশ ট্যাব স্লিপিং ব্যাগ বা যে সব জিনিস ব্যাগে ঢোকানোর জায়গা পাওয়া যায়নি, তখন এই ল্যাশ ট্যাবে বেঁধে দেওয়া হয়। ফলে জায়গারও সাশ্রয় হয়। বিশেষ করে পর্বতারোহী বা ট্রেকারদের ক্ষেত্রে এই ল্যাশ ট্যাব খুবই উপযোগী।