ফাইল চিত্র।
জলই জীবন। এটা আমরা সকলেই জানি। দীর্ঘ দিন জল ছাড়া এই বিশ্বে কোনও মানুষ বা প্রাণী জীবিত থাকতে পারে না। কিন্তু এই পৃথিবীতেই এমন জীব আছে যারা জল ছাড়া দিনের পর দিন কাটিয়ে দিতে পারে। জল যদিও পান করে, তা কোনও ঝিল, বিল বা পুকুরের নয়। তারা নাকি একমাত্র বৃষ্টির জলই পান করে ।
বিষয়টি হয়তো অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এমন এক ধরনের পাখি আছে যারা বৃষ্টির জলের জন্য অপেক্ষা করে থাকে। চাতক। এই পাখির নামটা অনেকেই শুনেছেন। এই পাখিই বৃষ্টির জল ছাড়া অন্য কোনও জল পান করে না।
কোনও পাত্রে জল দিলেও তা ছুঁয়ে দেখবে না এই পাখি। এমনই এর স্বভাব।
এশিয়া এবং আফ্রিকায় চাতক দেখতে পাওয়া যায়। ভারতে মূলত উত্তরাখণ্ডে চাতকের দেখা মেলে। স্থানীয় ভাষায় একে 'চোলী' বলা হয়। লম্বা লেজওয়ালা কালো রঙা হয় এই পাখি। এর বিজ্ঞানসম্মত নাম ‘ক্ল্যামাটর জ্যাকোবিনাস’। এই পাখি ২০ বছর বাঁচে।