kashmir

OIC on Kashmir: একটি দেশের ইশারায় এ সব করা ঠিক নয়, পাকিস্তানের নাম না করে ওআইসি-কে বার্তা ভারতের

জম্মু-কাশ্মীরে আসন পুনর্বিন্যাস নিয়ে ভারতের সমালোচনা করেছিল ইসলামিক রাষ্ট্র গোষ্ঠীর সচিবালয়। তার জবাব দিল ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মে ২০২২ ০২:০৯
Share:

ফাইল চিত্র।

বিধানসভা ভোট করার আগে জম্মু-কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সম্প্রতি এই উদ্যোগের সমালোচনা করেছে ইসলামিক রাষ্ট্র গোষ্ঠী (ওআইসি)। ওআইসি-র সচিবালয় থেকে এক টুইটবার্তায় এ নিয়ে মন্তব্য করা হয়। ভারতীয় বিদেশ মন্ত্রক দ্রুত সেই মন্তব্যের সমালোচনা করে জানিয়ে দিয়েছে ওআইসি-র দাবি ‘অযৌক্তিক’।

Advertisement

টুইটবার্তায় ওআইসি-র সচিবালয় লেখে, ‘অবৈধ ভাবে দখল করা জম্মু এবং কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে ভারত। ভারতের এই প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তারা এই অঞ্চলের জনসংখ্যার কাঠামোর পরিবর্তনের পাশাপাশি কাশ্মীরি জনগণের অধিকার লঙ্ঘন করেছে।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘‘আমরা হতাশ যে, ওআইসি আবারও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক মন্তব্য করেছে।’’

Advertisement

প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে আগেও একাধিক বার মন্তব্য করেছে ওআইসি। তার উল্লেখ করে অরিন্দম বলেন, ‘‘অতীতের মতো, ভারত সরকার সুস্পষ্ট ভাবে ওআইসি সচিবালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করেছে। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’’

চলতি মাসের শুরুর দিকে আসন পুনর্বিন্যাস কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট পেশ করেছে। আসন পুনর্বিন্যাসের সময় জম্মু-কাশ্মীরকে একক সত্তা হিসাবে ধরা হয়েছে। সেই অনুযায়ী, ৯০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টি জম্মু এবং ৪৭টি আসন কাশ্মীরে থাকছে। জম্মুতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৩৭ থেকে বাড়িয়ে ৪৩ করা হয়েছে।

তবে বিদেশ মন্ত্রক মনে করছে, ওআইসি-র এই মন্তব্যের পিছনে পাকিস্তানের ‘হাত রয়েছে’। মন্ত্রকের মুখপাত্র নাম না করে সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, ‘‘ওআইসি-র উচিত কোনও একটি দেশের ইশারায় ভারতের বিরুদ্ধে সাম্প্রদায়িক অ্যাজেন্ডা চালানো থেকে বিরত থাকা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement