প্রতীকী ছবি।
উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার উৎখাত হওয়া বাঙালি উদ্বাস্তুরা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে সরব হলেন। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উদ্বাস্তু সংগঠন নাগরিক সুরক্ষা মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ ও সম্পাদক দীপ্তেন্দু নাথ বলেন, মিজোরাম থেকে উৎখাত হয়ে আসা রিয়াং শরণার্থীদের কারণে কয়েক হাজার বাঙালি ফের উদ্বাস্তুর জীবন কাটাতে বাধ্য হচ্ছে। ২০০০ সাল থেকে তিন দফায় হামলা চালিয়ে শরণার্থী রিয়াংরা তাদের ঘর ছাড়া করেছে।
তাঁরা জানান, ১৯৪৯ সালে ত্রিপুরার তৎকালীন মহারানি কাঞ্চনপ্রভা দেবী ওই জমি তাঁদের দান করেছিলেন। তার নথিও তাঁদের কাছে আছে। কিন্তু সেই জমি থেকে উৎখাত হওয়ার পর আগের বামফ্রন্ট সরকার তাঁদের পুনর্বাসনের কোনও ব্যবস্থাই করেনি।
তাঁদের দাবি, অবিলম্বে পুনর্বাসন না দিলে তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হবেন। পথ অবরোধ ও স্বশাসিত পরিষদের আগামী নির্বাচন বয়কটের হুমকিও তাঁরা দেন। দীপ্তেন্দুবাবু জানান, এরই পাশাপাশি এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য তাঁরা আইনজীবীদের পরামর্শও নিচ্ছেন।