Ravi Shankar Prasad

অর্থনীতির অবস্থা বোঝাতে সিনেমার উদাহরণ, ‘তথ্যে ভুল নেই’ বলেও মন্তব্য প্রত্যাহার রবিশঙ্করের

শনিবার রবিশঙ্কর প্রসাদের মন্তব্যের পরেই কংগ্রেস বিরোধিতা শুরু করে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ চিনের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘চিনে অর্খনীতির উত্থান পতন মাপা হয় রেল ভাড়া, ব্যাঙ্ক থেকে ধার নেওয়ার পরিমাণ ও বিদ্যুৎ উৎপাদনকে সূচক ধরে। আর আমাদের আইনমন্ত্রী  অর্থনীতির বিচার করেন সিনেমার টিকিট বিক্রি দিয়ে।’’

Advertisement

সংবাদসংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৮:৩৪
Share:

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।- ফাইল ছবি।

দেশের অর্থনীতির হাল ভাল, এ কথা প্রমাণ করতে সিনেমার টিকিট বিক্রিকে হাতিয়ার করেছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার পরে ২৪ ঘণ্টাও পার হল না। মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য হলেন তিনি।

Advertisement

মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শনিবার রবিশঙ্কর বলেন, ‘‘২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি ছিল। ওই দিনেও বলিউডের মাত্র তিনটি সিনেমার টিকিটই বিক্রি হয়েছে ১২০ কোটি টাকার।’’ তিনিনিজস্ব যুক্তি,‘‘দেশের আর্থিক হাল ভাল না হলে এক দিনে ১২০ কোটি টাকার টিকিট বিক্রি হওয়া সম্ভব নয়।’’ এমনকি আইএমএফ-এর রিপোর্টকেও ‘ভুল’ বলে উড়িয়ে দেন তিনি। রবিশঙ্কর নাকচ করলেও রবিবারই সাউথ এশিয়া ইকনমিক ফোকাসে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ভারতের আর্থিক বৃদ্ধির হার দ্রুত নামছে।

শনিবার রবিশঙ্কর প্রসাদের মন্তব্যের পরেই কংগ্রেস বিরোধিতা শুরু করে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ চিনের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘চিনে অর্থনীতির উত্থান পতন মাপা হয় রেল ভাড়া, ব্যাঙ্ক থেকে ধার নেওয়ার পরিমাণ ও বিদ্যুৎ উৎপাদনকে সূচক ধরে। আর আমাদের আইনমন্ত্রী অর্থনীতির বিচার করেন সিনেমার টিকিট বিক্রি দিয়ে।’’

Advertisement

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর ভাইঝির ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল এক দুষ্কৃতী
আরও পড়ুন:ক্ষত নোটবন্দি, জিএসটি, আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ৬ শতাংশে, বলছে বিশ্বব্যাঙ্ক

এদিন পাল্টা টুইট করে রবিশঙ্কর বলেন, ‘‘আমার শনিবারর মন্তব্য তথ্যগত কোনও ভুল ছিল না। আমি তখন সিনেমার রাজধানী মুম্বইতে ছিলাম, সেই কারণেই এই মন্তব্য করা। আমরা এই ইন্ডাস্ট্রি নিয়ে গর্বিত। লক্ষ লোক প্রতিদিন কাজ করছেন এখানে। আমি মন্দার পরিস্থিতিতে সরকারি আর্থিক দাওয়াইয়ের কথাও জানিয়েছিলাম।’’

দেখুন সেই টুইট:

আইনমন্ত্রীর দাবি তার কথাকে বিকৃত করা হয়েছে। তিনি লিখেছেন,‘‘একজন সংবেদনশীল মানুষ হওয়ার কারণেই ওই মন্তব্য প্রত্যাহার করছি’’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement