প্রতীকী ছবি।
ডিজিটাল সংবাদমাধ্যমকেও এ বার নিয়ন্ত্রণের মধ্যে বাঁধতে চাইছে কেন্দ্রীয় সরকার। এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধনী করে বিলটি সংসদের আসন্ন অধিবেশনে পেশ করা হবে বলে সূত্রের খবর। এই আইন লঙ্ঘিত হলে ব্যবস্থা নেওয়ার সংস্থান রাখা হচ্ছে।
এই আইন দিনের আলো দেখার ৯০ দিনের মধ্যে ডিজিটাল সংবাদমাধ্যমগুলিকে নথিভুক্তির জন্য আবেদন করতে হবে। ডিজিটাল সংবাদ পরিবেশকরা প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছে নথিভুক্ত হবেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আইন লঙ্ঘিত হলে রেজিস্ট্রেশন বাতিল করার মতো সংস্থান রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে জরিমানার সংস্থানও।
সূত্রের খবর, বিলটি এখনও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সবুজ সঙ্কেত পায়নি। এই সংশোধনীর জেরে ডিজিটাল সংবাদমাধ্যম সরাসরি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় চলে আসবে।
২০১৯-য়ে প্রথম বার নতুন তথ্যপ্রযুক্তি আইনের আওতায় এনে ডিজিটাল সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের প্রয়াস নেয় কেন্দ্র। কিন্তু ব্যাপক সমালোচনার জেরে সে দফায় তা বাস্তবায়িত হয়নি।