Devendra Fadnavis

মহারাষ্ট্রে মহা-নাটক! মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবীস, উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটকীয় মোড়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০৮:৩৫
Share:

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীস ও উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শপথ। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটকীয় মোড়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজেপির দেবেন্দ্র ফডণবীস। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন এনসিপি-র অজিত পওয়ার। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন ফডনবীস। শনিবার সাতসকালে রাজভবনে গিয়ে শপথ নেন মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রী।

Advertisement

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে চলছিল দড়ি টানাটানি। শুক্রবার বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পওয়ার ঘোষণা করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এনসিপি-র অজিত পওয়ার হবেন উপ-মুখ্যমন্ত্রী। এনসিপি এই ঘোষণা করলেও কংগ্রেসের তরফে শুধুমাত্র ‘ইতিবাচক আলোচনা’র কথাই বলা হয়েছিল। এমনকি বিরোধী হিসাবে রাজ্যের ভোট লড়া এই তিন দলের জোটকে সুবিধাবাদী জোট অ্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী দাবি করেছিলেন, এই সরকার ছয় থেকে আট মাসের বেশি টিকবে না। কিন্তু তখনও বোঝা যায়নি আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই কী চমক অপেক্ষা করছে।

শনিবার সকালে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির কাছে সরকার গঠনের আবেদন করেন বিজেপির দেবেন্দ্র ফডনবীস। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু ফল ঘোষণার পর শিসেনা অন্যদলের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করে। যার জেরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। মহারাষ্ট্রের একটা স্থায়ী সরকারে দরকার ছিল। ‘খিচুড়ি’ সরকার নয়।’’ সরকার গঠনে সাহায্য করার জন্য অজিত পওয়ারকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এনসিপি-র অজিত পওয়ারের কাছে আমি কৃতজ্ঞ। মহারাষ্ট্রে স্থায়ী সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এবং বিজেপির সঙ্গে যোগ দিয়েছেন।’’

Advertisement

উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর অজিত পওয়ার বলেন, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কোনও দল মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারেনি। কৃষক সহ একাধিক সমস্যার মুখোমুখি মহারাষ্ট্র। তাই আমরা স্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’’ কিন্তু বিজেপিকে সমর্থনের ব্যাপারে অজিতের সিদ্ধান্তের কথা এনসিপি সুপ্রিমো জানতেন না, সে কথা টুইট করে জানিয়েছেন শরদ পওয়ার। তিনি বলেছেন, ‘‘মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত অজিত পওয়ারের নিজের। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করে না।’’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফডনবীসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য দেবেন্দ্র ফডনবীস জি ও অজিত পওয়ার জিকে অভিনন্দন। মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁরা কাজ করবেন বলে আত্মবিশ্বাসী আমি।’’

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ১০৫টি আসন পেয়েছিল বিজেপি। শিবসেনা পেয়েছিল ৫৬টি আসন। এনসিপি ও কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ৫৪ ও ৪৪টি আসন।

আরও পড়ুন: ‘কিছুই জানতাম না, এটা অজিত পওয়ারের একার সিদ্ধান্ত’, টুইট করে দাবি শরদ পওয়ারের

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ছাড়া কারও এসপিজি নয়, আসছে বিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement