Wedding

Viral: বিয়ের আসরে ঘুমিয়েই পড়লেন কনে! ভিডিয়ো ভাইরাল

কনেরই কোনও বন্ধু তাঁর অগোচরে ভিডিয়োটি তুলেছেন। নিছকই মজাচ্ছলে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১১:১১
Share:

বিয়ের আসনে বসে ঝিমোচ্ছেন কনে। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

বিয়ের আসরে ঘুমে ঢলে পড়লেন কনে। রাতভর বিয়ের আচার-অনুষ্ঠান, রীতিনীতি পালন করতে গিয়ে ক্লান্ত শরীরে যেন একটু আরাম খুঁজছিলেন তিনি। কিন্তু আচার-অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেহাই নেই। তাই বিয়ের আসনে বসেই ঝিমোতে দেখা গেল কনেকে।

কনেরই কোনও বন্ধু তাঁর অগোচরে ভিডিয়োটি তুলেছেন। নিছকই মজাচ্ছলে। কিন্তু বিয়ের রীতিনীতি পালনে যে দীর্ঘ সময় ব্যয় হয় এবং তাতে ক্লান্তি আসাটা যে স্বাভাবিক, এই দৃশ্যের মধ্যে দিয়েও সেটাও তুলে ধরতে চেয়েছেন তিনি।

Advertisement

ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করে লেখা হয়েছে, ‘সকাল সাড়ে ৬টা। এখনও বিয়ের অনুষ্ঠান বাকি। ঘুমিয়েই পড়লেন কনে!’ বিয়ের আসরে কনের ঘুমিয়ে পড়ার দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু এই তরুণীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটাগরিকদের কেউ বলেছেন, ‘অসাধারণ একটি দৃশ্য দেখলাম।’ কেউ আবার কনের উদ্দেশে লিখেছেন, ‘দারুণ লাগছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement