Manish Sisodia

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি দিল্লির উপমুখ্যমন্ত্রী, আক্রান্ত হয়েছিলেন কোভিডে

গত ১৪ সেপ্টেম্বর সিসৌদিয়ার কোভিড পজিটিভ ধরা পড়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:০৩
Share:

মনীশ সিসৌদিয়া। ফাইল চিত্র।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া

Advertisement

গত ১৪ সেপ্টেম্বর সিসৌদিয়ার কোভিড পজিটিভ ধরা পড়ে। টুইট করে সে কথা নিজেই জানিয়েছিলেন। সামান্য জ্বরের মতো উপসর্গ দেওয়ায় কোভিড পরীক্ষা করান সিসৌদিয়া। রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই নিভৃতবাসে ছিলেন।

নিভৃতবাসে থাকাকালীন টুইট করে সিসৌদিয়া জানান, “জ্বর আর নেই। অন্য কোনও সমস্যাও হচ্ছে না। আপনাদের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে উঠব। এবং খুব শীঘ্রই কাজে ফিরব।” কিন্তু বুধবার তাঁর ফের জ্বর আসায় লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সিসৌদিয়া কেজরীবাল সরকারের দ্বিতীয় মন্ত্রী যিনি কোভিড আক্রান্ত হয়েছেন। এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

আরও পড়ুন: টাইম-এর প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নরেন্দ্র মোদী, শাহিনবাগের ‘দাদি’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement