Youtuber Arrested

চলন্ত গাড়ির ছাদে বসে জন্মদিন পালন! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ইউটিউবার

ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির বিশাল কনভয় নিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছেন প্রিন্স। গাড়ির ছাদে প্রিন্স বসেছিলেন। তাঁর বেশ কয়েক জন বন্ধুকেও তাঁদের নিজ নিজ গাড়ির ছাদে বসে থাকতে দেখা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৩ ১৪:১২
Share:

ইউটিউবার প্রিন্সের এই ভিডিয়োই ভাইরাল হয়েছিল। ছবি: সংগৃহীত।

ইউটিউবার প্রিন্স দীক্ষিতকে বৃহস্পতিবার গ্রেফতার করল দিল্লি পুলিশ। ট্র্যাফিক আইন ভেঙে চলন্ত গাড়ির ছাদে বসে জন্মদিন পালন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছিল। জাতীয় সড়কে এ ভাবে বন্ধুদের নিয়ে জন্মদিন পালনে ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তার পরই তদন্তে নেমে প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি গত বছরের নভেম্বরের। ২৪ নম্বর জাতীয় সড়কে পাণ্ডব নগরের কাছে বন্ধুদের নিয়ে চলন্ত গাড়ির ছাদে বসে জন্মদিন পালন করেছিলেন প্রিন্স। শুধু তাই নয়, তারস্বরে গানও বাজাচ্ছিলেন তাঁরা। গত বছরের ১৬ নভেম্বরের সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির বিশাল কনভয় নিয়ে জাতীয় সড়ক ধরে যাচ্ছেন প্রিন্স। গাড়ির ছাদে প্রিন্স বসেছিলেন। তাঁর বেশ কয়েক জন বন্ধুকেও তাঁদের নিজ নিজ গাড়ির ছাদে বসে থাকতে দেখা যায়। একটা সময় গাড়ির সেই কনভয় রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ফলে বিশাল যানজট সৃষ্টি হয়। মাঝরাস্তায় জন্মদিনের পার্টি, মদ্যপান, তারস্বরে গান বাজানোর অভিযোগ ওঠে প্রিন্সের বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবারই পুলিশ জানিয়েছিল, ঘটনাটি তারা গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তার পরই বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রিন্সকে। প্রিন্সের সঙ্গে আর কারা ছিলেন, তাঁদের খোঁজ করছে পুলিশ। জেরায় প্রিন্স পুলিশকে জানিয়েছেন যে, ২৪ নম্বর জাতীয় সড়কে শাকারপুরের কাছে এই ভিডিয়ো করা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement